২৯ অক্টোবর ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হবিগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাব এর হল রুমে জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজ উদ্দিন বাবুল–এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু সাবেক এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন সদস্য জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন।
প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সদস্য সচিব জাতীয় পার্টি হবিগঞ্জ জেলার সদস্য জালাল উদ্দীন খান।
বক্তব্য রাখেন জাতীয় সেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম লিটন, জাতীয় সেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন খলিফা ভুলু, জাতীয় সেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা কমিটির আহবায়ক মোঃ মোরশেদ খান প্রমুখ।
এ সময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হবিগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি হিসেবে জিয়াউল হক জিয়াকে ও সাধারণ সম্পাদক হিসেবে মিলাদ হোসেন সুমন কে ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।