১ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটে কোয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে পণ্যবাহী পরিবহনের শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিন চলছে। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বুধবার সকাল ৬টায় শেষ হবে।
তবে পণ্য পরিবহন নেতারা বলছেন, দাবি আদায় না হলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। একই সঙ্গে পুরো সিলেট বিভাগে ধর্মঘট ডাকার কথা জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে জেলার সড়ক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পণ্যবাহী যানবাহন আটক দিচ্ছেন শ্রমিকরা। একই চিত্র ছিল প্রথম দিনও। ধর্মঘটের কারণে ট্রাক টার্মিনালসহ জেলার বিভিন্নস্থানে আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক।
সকালে নগরের ট্রাক টার্মিনাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মিছিল করেছেন শ্রমিকরা। এ সময় তারা তাদের দাবি বাস্তবায়নে স্লোগান দিতে থাকেন। এছাড়া সোমবার রাতে বিভিন্ন পয়েন্টে আটকে থাকা ট্রাকের সারি ছিল। মঙ্গলবার সকালে সেই ট্রাকের সংখ্যা কম দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে রাতে হয়তো গন্তব্যে ছেড়ে গেছে পণ্যবাহী কিছু ট্রাক। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কুমারগাঁও তেমুখি পয়েন্টেও আগের দিনের আটকে থাকা পণ্যবাহী ট্রাক দেখা যায়নি।
সিলেট নগরের সোবহানীঘাটস্থ পাইকারি সবজি বাজার ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘গভীর রাতে কিছু ট্রাক মার্কেটে প্রবেশ করেছে। বাজারে এর কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি। এছাড়া সবজির মৌসুম। বাজারে স্থানীয় সবজি পাওয়া যাচ্ছে।
বিষয়টি নিয়ে ৩০ অক্টোবর বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সে বৈঠকে সমাধান হয়নি। শ্রমিক নেতাদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হলে তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আজ বিকেলে মালিক-শ্রমিক মিলে যৌথসভা করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’