৩ নভেম্বর ২০২২


সিলেটে সরব আওয়ামীলীগ-বিএনপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে মাঠের রাজনীতি সরব। শক্তি সঞ্চয় করে প্রধান দুটি দল রাজপথে নামছে। চলতি মাসেই সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি’র বিভাগীয় সমাবেশ। আর আওয়ামী লীগের তরফ থেকে জেলা ও মহানগরের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।

ফলে এ মাসের শুরুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং মাসের শেষদিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা সিলেটে আসছেন। করোনার পর সিলেট আওয়ামী লীগের নেতারা দল গোছানোর কাজ শুরু করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের কাজ চলছে। জেলা আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে সুসংহত। বরং প্রাপ্তিও আছে তাদের। জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দলীয় নেতারা জানিয়েছেন, গেল ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে দলের অভ্যন্তরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর বাইরে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন নিয়ে ক্ষোভ- বিক্ষোভ রয়েছে। ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’স্থানে সংঘর্ষ হয়েছে।

জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠন করা হয়েছে ২০১৯ সালে। ইতিমধ্যে দুটি কমিটির মেয়াদই শেষ হয়েছে। এই অবস্থায় কেন্দ্রের নির্দেশে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক পৃথক বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে। আগামী ৬ই নভেম্বর মহানগর আওয়ামী লীগ ও ৭ই নভেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। বর্ধিত সভাকে সামনে রেখে ইতিমধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সভা করা হয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। এসব সভায় বর্ধিত সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশে সিলেটে বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে। সেখানে দলের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরা হবে। সবার মতামত শোনা হবে। এদিকে- ২০শে নভেম্বর সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এরই মধ্যে এই গণসমাবেশের প্রস্তুতি শুরু করা হয়েছে। জেলা বিএনপি’র এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। মহানগর বিএনপি’র ওয়ার্ড পর্যায়ের সম্মেলন বেঁধে দেয়া সময়ের মধ্যে শেষ হয়নি।

নেতারা জানিয়েছেন, এখন সবাই গণসমাবেশ নিয়ে ব্যস্ত। বিশেষ করে কেন্দ্রীয় নেতারা গণসমাবেশের জন্য সিলেটে অবস্থান করে পাড়ায় পাড়ায় সভা করছেন। এবার সিলেটে ব্যাপক লোকসমাগম ঘটাতে চায় বিএনপি।

সে কারণে সবার কাছে দাওয়াত পৌঁছে দিতে এখন তৃণমূল পর্যন্ত মতবিনিময় করা হচ্ছে। বিএনপি’র পক্ষ থেকে সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে সর্বশেষ ২০১৩ সালে সমাবেশ করা হয়েছিল। এরপর থেকে তারা আলীয়ার মাঠে সমাবেশ করেনি। প্রায় ৯ বছর পর এই মাঠে সমাবেশের আয়োজন করা হচ্ছে। আর এ সমাবেশে গোটা বিভাগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, ২০শে নভেম্বর শুধু আলীয়া মাদ্রাসার মাঠ নয়, গোটা নগরকেই আমরা সমাবেশে রূপান্তর করতে চাই। এজন্য আমাদের প্রস্তুতি ব্যাপক। সমাবেশে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নেতাকর্মীরাও এসে শরিক হবেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন পর সক্রিয় হয়েছেন সিলেট বিএনপি’র নেতাকর্মীরা। সবখানেই চলছে প্রচার প্রচারণা। আর প্রচারণার মধ্যদিয়ে নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরছে।

নেতারা জানিয়েছেন, বিএনপি এই সমাবেশে কাউকে বাইরে রেখে আয়োজন করতে চাচ্ছে না। এ জন্য যারা দীর্ঘদিন ধরে বিএনপি করছেন; বর্তমানে নিষ্ক্রিয় তাদেরকেও সক্রিয় করে তোলা হচ্ছে। আর অভিমান করে যারা দূরে সরে আছেন তাদেরকে দলে ফেরাতে কেউ কেউ সক্রিয় হয়ে উঠেছেন। সেটি নির্ভর করবে দলের হাইকমান্ডের ওপর।

শেয়ার করুন