৪ নভেম্বর ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। আগুন নিভাতে গিয়ে গাড়ির চালক আহত হয়েছেন। আহত গাড়ি চালকের নাম জসিম উদ্দিন। তার বাড়ি কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামে।
শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও চালক সূত্রে জানা যায়, গাড়িতে গ্যাস নিয়ে কানাইঘাটে যাওয়ার পথে (সিলেট-থ-১৩) দাড়িপাতন এলাকায় যাওয়া মাত্র হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। এসময় চালক আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে গিয়ে চালক কিছুটা আহত হয়েছেন। খবর পেয়ে সাথে সাথে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। গাড়িতে চালক ছাড়া আর কোন যাত্রী ছিলেন না।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, একটি চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।