৪ নভেম্বর ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ মামুন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মামুন জৈন্তাপুর উপজেলা হেমুমাঝপাড়া গ্রামের মৃত তজ্জমুল আলীর ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সালিরপুল নামক স্থানে (১০নং গ্যাস কুপের) সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা।
এদুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতরা হলেন- একই গ্রামের জবেদ আলীর ছেলে কাওছার আহমদ (১৮) ও সোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (২০)। তারমধ্যে গুরুত্বর আহত কাওছার আহমদ একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা রয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় ৩ ঘণ্টা পর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় সড়ক থেকে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পরে স্থানীয়দের অবরোধ গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তোলা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।