৮ নভেম্বর ২০২২


মাইক্রোস্টক সাইট ডাউন, মাথায় হাত ফ্রিল্যান্সারদের

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ: গত ১০ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩৩১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধ করেছে।

এর পর থেকেই ফ্রিল্যান্সাররা অভিযোগ করছেন গ্রাফিকস ডিজাইনের মাইক্রোস্টক সাইট এডোবি স্টক, সাটারস্টক,বিগ স্টক সহ বেশ কিছু ওয়েব সাইটে তারা এক্সেস নিতে পারছেন না।বার বার চেস্টা করেও লগিং করতে না পেরে এ সাইটগুলোতে কাজ করা ফ্রিলান্সাররা হতাশায় পড়ে গিয়েছেন। টিক কি কারণে এমন সমস্যা হচ্ছে এ বিষয়েও কোন তথ্য পাচ্ছেন না তারা।

এ বিষয়ে মাইক্রোস্টক সাইট এডোবি স্টকের সাথে ইমেলে যোগাযোগ করলে তারা জানান, বাংলাদেশ থেকেই এ সমস্যা হচ্ছে,তাদের কারিগরি কোন ত্রুটি নেই এখানে।

বিষয়টি নিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের সাথে যোগাযোগ করার চেস্টা করে সংযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ফ্রিল্যান্সারদের সমস্যার কথা জানানো হয়েছে তাকে।

দেশে বেকারত্বের বোঝা থেকে বাঁচতে হাজার হাজার তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং শিখে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করছেন।গ্রাফিকস ডিজাইনের কাজ জানা তরুণ তরুণীরা এসব মাইক্রোস্টক সাইটগুলোতে তাদের ডিজাইন জমা দিয়ে মাসে মোটা অংকের টাকা উপার্জন করে আসছিলেন,কিন্তু হটাৎ এমন সমস্যার কারণে এসব ফ্রিল্যান্সাররা হতাশায় পড়ে গিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে পড়ুয়া শিক্ষার্থী রেদওয়ান আহমদ বলেন, লেখাপড়ার পাশাপাশি আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি,গ্রাফিকস ডিজাইনের কাজ জানা থাকায় আমার ডিজাইনগুলো এডোবি স্টক এবং সাটার স্টকে জমা রেখে বিক্রি করি। এতে লেখাপড়ার খরচ অনেকটাই উঠে আসে,কিন্তু গত এক মাস থেকে আমি এই সাইটগুলোতে এক্সেস নিতে পারছি না,মাঝেমধ্যে ভিপিএন দিয়ে চেস্টা করি লগিং করতে,তবে এতে একাউন্ট ঝুঁকিতে থাকে।

সিলেটের গ্রাফিকস ডিজাইন নিয়ে কাজ করা ফ্রিল্যান্সার শাহ আলম বলেন,হটাৎ এমন সমস্যার কারণে নতুন ফাইল জমা দিতে পারছি না, টাকাও উত্তলন করতে পারছি না,অনেক সমস্যায় রয়েছি।

এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে দেখা যায় একই চিত্র।হাজার হাজার ফ্রিলান্সাররা সাইট গুলোতে এক্সেস নিতে না পেরে অলস সময় পার করছেন।

এডোবি স্টোক বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে জানতে চাইলে অনেকেই তাদের সমস্যার কথা তুলে ধরেন।

জাকির হোসেন নামের একজন জানান, সাইটগুলো বন্ধ হওয়ায় খুব সমস্যায় আছি।

তারেক মাহমুদ জানান, বেশ কিছু সাইটে ঢুঁকতে পারছেন না তারা,কাজও করতে পারছেন না।

সোমেন চৌধুরী নামের একজন জানান,এই সাইটগুলো শুধু তাদের আয়ের উৎস না,এটি তাদের ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত,তিনি বলেন অনেক কষ্ট করে এখানে ক্যারিয়ার গড়েছি,তাই বিষয়টির দ্রুত সমাধান চান তিনি।

শেয়ার করুন