১০ নভেম্বর ২০২২


গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে কখনো আলাদা চোখে দেখিনি : নাহিদ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি: একসময় দেশে খাদ্য সংকট ছিলো, বন্যা হলে মানুষ বিদেশী ঋণের দিকে চেয়ে থাকতো, বিদেশীরা দেশকে তলাবিহীন ঝুঁড়ি বলতো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গিয়েছে, ব্যাপকভাবে উন্নয়ন হচ্ছে,দেশে এখন খাদ্য সংকট নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ।

বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুক ভাগ গ্রামে একটি বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

তিনি বলেন,সরকার শিক্ষাখাতে ব্যপক উন্নয়ন করেছে,শিক্ষার্থীদের বিনামূল্যে বই উপহার দিচ্ছে,প্রতিটি বিদ্যালয়ে ভবন নির্মাণ করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা আনন্দের সাথে লেখাপড়া করতে পারে।

নাহিদ বলেন, শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় আমি গোলাপগঞ্জ- বিয়ানীবাজারকে কখনো আলাদা চোখে দেখিনি, সমান ভাবে উন্নয়ন করেছি, এখনও সেই ধারাবাহিকতা চলমান রয়েছে, এবং আগামীতেও থাকবে।

শেয়ার করুন