২৭ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : নাশকতা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
রোববার দুপুরে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা একটি নাশকতা মামলায় আসামি ছিলেন বদরুজ্জামান সেলিম।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন বদরুজ্জামান সেলিম। ওই সময়ে দলের নেতৃবৃন্দের চাপে ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সুপারিশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এরপর দীর্ঘদিন প্রবাসে থাকার দেশে ফিরে আসেন।