২৮ নভেম্বর ২০২২


মধ্যনগরে ছোলাইমদ সহ আটক ৩

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে দেশীয় চোলাইমদ মদ সহ ৩ ব্যাক্তিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

আটকৃত আসামীগন কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা গ্রামের পিতিশ রং খেং এর পুত্র উজির পিড়া(৩০) এপিসাং বাঙ্গালভিটা।মধ্যনগরের বাকাতলা গ্রামের ইতিশ সাংমার পুত্র বিনয় কিং মারাক (২৪) ও তাহিরপুর উপজেলার রাজাই গ্রামের বাছুড়া হাজং এর ছেলে গারেন হাজং(৪০)।ধৃত আসামীদের নিকট হতে ২৭নভেম্বর রাতে উজিরপীড়ার চৌকির নীচ থেকে কাছ ৯লিটার দেশীয় ছোলাই মদ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ৪ হাজার ৫শত টাকা।

মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর ২৮নভেম্বর আদালতে প্রেরন করা হয়।

শেয়ার করুন