৩০ নভেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে চুরি হওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক দম্পতিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দম্পতির নাম পুলিশ পারভিন আক্তার ও রনি মিয়া।
বুধবার দুপুরে এসএমপির সহায়তায় নগরীর বাগবাড়ি এলাকা থেকে আবদুস সামাদ নামের শিশুটিকে উদ্ধার করে ঢাকা গোয়েন্দা পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বাগবাড়ি এলাকার কয়েস মিয়ার কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় তাদের সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির সদস্যরা। শিশুটিকে উদ্ধারের পর দুপুরেই শিশুটিসহ গ্রেফতার দম্পতিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।