৯ ডিসেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : শহরতলীর পীরের বাজার সাকিনস্থ হাজিভিলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামনে ট্রাক চাপায় মোঃ সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সিরাজ গোয়াইনঘাট থানাধীন হাটগ্রাম এলাকার মৃত সমছুল হকের পুত্র । তিনি বর্তমানে শাহপরাণ (রহঃ) থানাধীন চামেলীবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকায় এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোঃ সিরাজুল ইসলাম (৭০) তাহার ছেলের মোটরসাইকেলে করে তার গ্রামের বাড়ির দিকে যাওয়ার পথে পিরের বাজার সাকিনস্থ হাজিভিলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামনের স্পিড ব্যাকারে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পরলে পিছন হইতে ঝড়ের গতিতে আসা ঘাকত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থলে শাহপরাণ (রহঃ) থানার এএসআই আলমঙ্গীর জানান, ঘাতক ট্রাক ও চালককে আমরা আটক করে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। নিহতের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবার কাছে হস্তান্তর করা হবে।