১৭ ডিসেম্বর ২০২২
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে শামীমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের দরগাহপুর মাদ্রাসার নায়বে মুহতামিম আনোয়ার পাশার স্ত্রী। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার দুপুরে ১২টায় পাথারিয়া বাজারস্থ বসত ঘরের সিলিংয়ের রডের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী শারীরিকভাবে অসুস্থ ছিলেন, উনাকে পরিবারের লোকজন ডাক্তারী, কবিরাজীসহ বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়েছেন। শনিবার দুপুরের দিকে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের সিলিংয়ের রডের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আ’ত্মহত্যা করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।