২১ ডিসেম্বর ২০২২


বড়দিনের ছুটিকে ঘিরে সিলেটে পর্যটকদের ভীড়

শেয়ার করুন

মিজান মোহাম্মদ : ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মালম্ববীদের উৎসব বড়দিন। দেশে এ দিন সাধারণ ছুটি থাকে। এর আগের ২৩ ডিসেম্বর শুক্রবার ও ২৪ ডিসেম্বর শনিবার। তাই অধিকাংশ চাকুরিজীবীরা পেয়ে যাচ্ছেন টানা ৩ দিনের ছুটি। আর এই ছিটিকে ঘিরে সিলেটে বছর শেষে এবার বেশ ভালো পর্যটক ভিড় জমাচ্ছেন। দেশে সাধারণত ডিসেম্বর মাসে স্কুল-কলেজ বন্ধ থাকার সময়েই পরিবার নিয়ে অনেকে ঘুরতে বের হন। সে ক্ষেত্রে দেশের বড় দুটি পর্যটন শহর কক্সবাজার ও সিলেটকেই পছন্দের শীর্ষে রাখেন ভ্রমণপিপাসুরা। ব্যবসায়ীরাও সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকেন। তবে এবার সিলেটে পর্যটনকে ঘিরে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।

সিলেটের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এবার তারা ভালো ব্যবসা করছেন। ডিসেম্বরের শুরু থেকে প্রচুর অতিথি যাচ্ছেন সেখানকার হোটেল-মোটেলগুলোয়। তবে ব্যবসা এখনো করোনার আগের অবস্থায় ফেরেনি। মৌসুমজুড়ে (ডিসেম্বর-জানুয়ারি মাসে) সিলেটে দুই থেকে আড়াই লাখ পর্যটক ভ্রমণ করবেন বলে আশা করছেন তাঁরা।

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ বলেন, ‘সিলেটে এবার পর্যটকের আগমন ভালো। ডিসেম্বরে চাপ বেড়েছে। আশা করা যাচ্ছে, ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর সিলেটের সব হোটেল-মোটেল ভরা থাকবে। বছরের শেষ দিনগুলোর জন্য প্রচুর বুকিং মিলছে। ভোলাগঞ্জের সাদা পাথরের মতো পর্যটন স্পটে ইতিমধ্যে শত শত গাড়ি নিয়ে পর্যটকেরা ভিড় করছেন বলে জানান সিলেটের প্রবীণ এই হোটেল ব্যবসায়ী।

ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকার ইঞ্জিনচালিত নৌযান চালক তারেক আহমেদ বলেন, ছুটির দিনে ভিড় থাকে বেশি। তাতে এখানকার শতাধিক নৌকা দিনে অন্তত পাঁচ–ছয়বার যাতায়াত করতে পারে। নৌকার ব্যবসা বেশ ভালো হচ্ছে। তবে নদীর নাব্যতা কমে যাওয়া যাতায়াতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

শেয়ার করুন