৯ জানুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনূকূল চন্দ্রের ভাবাদর্শে উদযাপিত হয়েছে বনভোজন উৎসব ২০২৩।
৯ জানুয়ারী বিশ্ব সৎসঙ্গের সাথে তালমিলিয়ে প্রতি বছরের ন্যায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সমবেত প্রার্থনা, ধর্মীয় পুস্তকাদিপাঠ, সঙ্গীতানুষ্টান, আলোচনা, আনন্দ বাজার ভোজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় “বনভোজন” উৎসব।পাশাপাশি তান্ডব কীর্ত্তণ, নারী মঙ্গল ও তাঁর জীবন ভাবাদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ভক্ত সজ্জন উপজেলা ও থানা প্রশাসন সহ সকলশ্রেণীর লোকজনের পদচারণায় মুখরিত ছিল বনভোজনাঙ্গন।
শ্রীশ্রী ঠাকুর অনূকূল চন্দ্র তার পরিবার বর্গ নিয়ে ১৩৭৫বাংলা সনে আজকের দিনে ভারতের দেওঘর থেকে মানিকপুরে পরিজন সাথে বনভোজন উৎসব পালন করেছিলেন।মধ্যনগর শাখা সৎসঙ্গের আনুষ্ঠানিকতা সন্ধ্যা বিনতী প্রার্থনার মধ্যদিয়ে আলোকসজ্জার কথা রয়েছে।