১১ জানুয়ারি ২০২৩


রেজিস্ট্রারী মাঠে গণ অবস্থান করছে বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ, সংসদ বাতিল,নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিএনপির কেন্দ্রীয় যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে সিলেট রেজিস্ট্রারী মাঠে সিলেট বিভাগীয় গণঅবস্থান শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এই কর্মসূচি শুরু হয়েছে। বিকেল ৩ টা পর্যন্ত একটানা চলবে এই গণঅবস্থান কর্মসূচি।

সিলেট বিভাগীয় গণঅবস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি সহ সিলেট বিভাগের চার জেলার দায়িত্বশীল নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

শেয়ার করুন