১৫ জানুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দ্রব্যের মূল্য কমকও, রেশন দাও, মানুষ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে মধ্যনগর উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন এর বিরুদ্ধে প্রতিবাদ তুলেন তারা।
এসময় নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন সরকার, মধ্যনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয় কৃষ্ণ সরকার কলি, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও নারী পুরুষ সহ অসংখ্য নেতৃবৃন্দ।