২ ফেব্রুয়ারি ২০২৩


প্রধানমন্ত্রী সিলেটের প্রতি খুবই আন্তরিক : স্বাস্থ্যমন্ত্রী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি। ছবি : সোহেল আহমদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি বলেছেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে গেলে দেশের উত্তর-পূর্বাঞ্চলবাসীর অনেক উপকার হবে। প্রধানমন্ত্রী সিলেটের প্রতি খুবই আন্তরিক। সিলেটের উন্নয়নের স্বার্থে তিনি যা যা করা দরকার সব করবেন। বিশ্ববিদ্যালয় চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে এখানে চাকরি পাবেন স্থানীয় যোগ্যতা সম্পন্নরা।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ কে এম ফজলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর প্রমূখ।

শেয়ার করুন