২ ফেব্রুয়ারি ২০২৩


সুনামগঞ্জে ৫৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৫৫ বস্তা ভারতীয় চিনিসিহ একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব। তবে তাৎক্ষনিকভাকে আটককৃতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে চিনিগুলো জব্দ করা হয়।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ কোম্পানি অধিনায়ক মো. মোমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ভারতীয় চিনি সীমান্তে এনে মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় করে পলাশ বাজারে আনা হয়।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৫৫ বস্তা ভারতীয় চিনিসিহ একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব। এসময় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। সীমান্তে চোরা চালান বন্ধে নজরদারি রাখা হয়েছে। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন