৪ ফেব্রুয়ারি ২০২৩


চোর আতঙ্কে বাঘা এলাকাবাসী

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে হটাৎ চোরদের উৎপাত বেড়ে যাওয়ায় চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। উপজেলার বাঘা ইউনিয়নে গত কয়েকমাস ধরে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়িতে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। ২০২২ সালের ৯ অক্টোবর এক রাতে বাঘা বটরতল বাজার ও সোনাপুর বাজারে ৮ টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় তারা। পরবর্তীতে ওই সংঘবদ্ধ চোর সদস্যদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

প্রশাসনের অভিযানে কয়েকদিন কোন প্রকার চুরির ঘটনা না ঘটলেও ২০২৩ সালের প্রথম রাতেই বাঘা ইউনিয়নের খালপার বাজারে ফাতেমা ফ্যামেলি শপ’ নামের একটি দোকানের টিনের চাল কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। এ ঘটনার ১ মাস পর ৩০ জানুয়ারি মজিদপুর গ্রামে এক রাতেই চারটি ঘরে হানা দেয় একদল চোর,এসময় একটি বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা।

এ ঘটনার একদিন পর (১ ফেব্রুয়ারি) মধ্য রাতে তুরুকভাগ গ্রামে ‘এ আর এন্টারপ্রাইজ’ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে বেশ কিছু মালামাল ও সিসি ক্যামেরার মেশিন চুরি করে নিয়ে যায়।

এদিকে, দিন দিন চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন স্থানীয় জনগণ।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে এই চক্রের কয়েকজন সদস্যদের আটক করে আদালতে প্রেরণ করেছি,ওই এলাকায় পুলিশ টহল জোরদার করেছি,এই চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন