৪ ফেব্রুয়ারি ২০২৩


খাদিমপাড়ায় নৌকা পেলেন আব্দুল কাদির

খাদিমপাড়া ইউনিয়নে তৃণমূলের ভোটে নৌকা প্রতীক পেয়েছেন আব্দুল কাদির এল.এল.বি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর সদর উপজেলার ঐতিহবাহী ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম ধাপে হওয়ার কথা থাকলেও সিলেট সিটি কর্পোরেশনের সাথে সীমানা জটিলতায় নির্বাচন করা সম্ভব হয়নি নির্বাচন কমিশনের। শহরতলীর সদর উপজেলা ঐতিহ্যবাহী ৪নং খাদিমপাড়া ইউনিয়নে তৃণমূলের ভোটে নৌকা প্রতীক পেয়েছেন তরুণ সমাজসেবী আব্দুল কাদির এল.এল.বি।

শনিবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাদিমনগর ইউপি কার্যালয়ে চেয়ারম্যান পদে সদর উপজেলার খাদিমপাড়া, টুকেরবাজার ও খাদিমনগর ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের ভোট প্রয়োগ করেন।

এর মধ্যে খাদিমপাড়া ইউনিয়নের ২০ ভোটের মধ্যে ১৯টি ভোট কাস্টিং হয়,তার মধ্যে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল ৯ ভোট ও আব্দুল কাদির এল.এল.বি ১০ ভোট পেয়ে তৃণমূল পর্যায়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন।

বিশেষ বর্ধিত সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া চেয়ারম্যান সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৬ ই মার্চ রোজ বৃহস্পতিবার এই ৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন