৪ ফেব্রুয়ারি ২০২৩
সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক এমপি। ছবি : সোহেল আহমদ
মোঃ ফারুক মিয়া : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আধুনিক বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। আর এই উন্নয়নের ধারাকে পিছিয়ে দেয়ার জন্য দেশবযাপী বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। সারাদেশে গ্রেনেড হামলা চালিয়েছে এবং আওয়ামীলীগের ১৪ জন নেতৃবৃন্দ নিহত হয়েছিল। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে বার বার। বিএনপি ক্ষমতায় থাকতে অনেক মা বোনকে ধর্ষণ করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে। আওয়ামীলীগের কর্মী এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছিল। অনেক কর্মীদের হাত পা কেটে ফেলে ছিল বিএনপি। আওয়ামীলীগকে কোন সভা সমাবেশ করতে দেয়া হয়নি, আর আজকে বিএনপি সিলেট রেজিস্ট্রারী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে আবার বলছে দেশে গণতন্ত্র নাই। তরুণ প্রজম্মরা দেখেছে বাসে আগুন দেয়া, এবং ট্রেন লাইনের রেলিং তোলে ফেলা। দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় দেশ চলছে জনগণের কথায় দেশ চলছে। বিএনপি জনগণের সমর্থন হারিয়েছে তার কারণ বাংলাদেশ আওয়ামীলীগ দেশ নেত্রী শেখ হাসিনার উন্নয়নে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তি সমাবেশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক আরো বলেন, তাদের নেতা বেগম খালেদা জিয়াকে মানবিক সহযোগিতায় বাসায় নিয়ে রাখতে পেরেছেন এবং তাদের আরেক নেতা বিদেশে পালিয়ে গিয়েছে। আর বিদেশে আরাম আয়েশে দিন কাটাচ্ছে তারেক রহমান আর মির্জা ফখরুল সাহেব বলেন আওয়ামীলীগ পালিয়ে যাবে। আগামী নির্বাচনে আসেন দেখেন কার যোগ্যতা বেশি। নির্বাচন সুষ্ঠ হয়েছে তার প্রমাণ বগুড়া, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচেন আওয়ামীলীগ নির্বাচিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল ঠিক তখনি করোনা ভাইরাস তখন অনেকে বলেছিল বাংলাদেশে অনেকে মারা যাবেন কিন্তু শেখ হাসিনা ভ্যাক্সিন দিয়েছেন ফ্রি। বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে তাকে কোন বাঁধা আটকাতে পারবে না এবং শেখ হাসিনা জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে তারা চাচ্ছে ক্ষমতায় আসতে আবার বাংলাদেশকে পিছিয়ে নিতে আবার ক্ষমতায় এসে জনগণের টাকা লুটপাট করতে।
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন । আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে এবং আবার নৌকাকে বিজয়ী করতে হবে। আওয়ামীলীগের অনেক নেতাকর্মীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালায় বিএনপি এবং দেশের লুটপাট, নৈরাজ্য, এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ক্যান্টারমেন্টে বসে বিএনপি বাংলাদেশ থেকে যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগের নাম মুছে ফেলতে চেয়ে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বিশ্বে বঙ্গবন্ধুর সুনাম ছড়িয়ে পড়ছে এবং প্রধানমন্ত্রীর সুষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছেন। সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিভাগে বিভক্ত আর অগ্নিসংযোগ, রাজহানি, মারামারিসহ তারেক জিয়া কালো টাকার রাজনীতি করতে চায় এবং হাওয়া ভবনে বসে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠু নেতৃত্বে আওয়ামীলীগ শান্তি সম্প্রীতির দেশ গড়ে তোলে জনগণের কল্যাণে কাজ করছে। মুজিব সৈনিকদের নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর তাঁতীলীগের সভাপতি রুমান আহমদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের আফতাব খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছার আজিজ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি নাজমুল আলম রুমেন, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল, সিলেট জেলা আওয়ামীলীগের এডভোকেট সালমা সুলতানা, সিলেট মহানগর আওয়ামীলীগের শাহানারা বেগম প্রমুখ।