৫ ফেব্রুয়ারি ২০২৩


কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে এক যুবকের মুত্যু হয়েছে। তবে নিহত যুবকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকার রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে হাসপাতালে প্রেরণ করে। সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন