৭ ফেব্রুয়ারি ২০২৩


জেলা বারে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সঞ্চয় সমৃদ্ধির সোপান। আগে সঞ্চয় করুন পরে ব্যয়ের তালিকা করুন। আসছে দিন সমূহে নিরাপদে বসবাস করতে হলে অবশ্যই আমাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে।

মঙ্গলবার পূবালী ব্যাংক লিমিটেড আয়োজিত দুদিন ব্যাপী ডিপোজিট ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বার প্রাঙ্গণে পূবালী ব্যাংক লিমিটেড সিলেট শাখার দুদিন ব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন-পূবালী ব্যাংক লিমিটেড সিলেট পূর্বাঞ্চল প্রধান ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, সিলেট শাখার এজিএম প্রদ্যোৎ কান্তি দাস, সিলেট পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মাহবুব আহসান, দরগা গেইট শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক খায়রুল আলম, পাঠাটুলা শাখার ব্যবস্থাপক মাকসুদা বেগম, কালীঘাট শাখার ব্যবস্থাপক মুইদুল ইসলাম, বন্দরবাজার শাখার ব্যবস্থাপক আশীষ রঞ্জন দেব, শাহীঈদগাহ শাখার ব্যবস্থাপক মাহবুবা বেগম, শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক সহুল আবিদ চৌধুরী সহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান বলেন, মানুষের আমানতের সুরক্ষা দিতে আমরা সচেষ্ট। বর্তমান এই সংকট কালীন সময়েও পূবালী ব্যাংক একটা শক্ত ভিত্তির উপর দাড়িয়ে আছে। মানুষের শতভাগ আস্থা বিশ্বাসের মূল্য দিয়ে আমরা ব্যাংকিং সেবা প্রদানের প্রচেষ্টা চালাই। তিনি নিরাপদ সঞ্চয়ের জন্য পূবালী ব্যাংক-কে বেঁচে নিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন