৭ ফেব্রুয়ারি ২০২৩
শাবি প্রতিনিধি : শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শুধু শিক্ষিত হওয়া বা ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পর ভাল মানুষ হতে না পারলে, মানবিক হতে না পারলে শিক্ষার কোন মূল্য নেই। তোমাদেরকে প্রকৃত দেশপ্রেমিক হতে হবে, দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
মঙ্গলবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান বিভাগের এবং মানবিক ও ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে কোন সেশন জট নেই। এখানে চার বছরের কোর্স চার বছরেই সমাপ্ত হয়। সবাইকে পরিশ্রমী হয়ে সঠিকভাবে পড়াশোনা করে দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিনরা।