১২ ফেব্রুয়ারি ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন পুরুষ একজন মহিলা অটোযাত্রী নিহত হয়েছেন।৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হন।
আহত অপর ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হলেও যথাক্রমে চালক বা হেল্পাররা পালিয়ে গেছে। তাদের সন্ধান চলছে বলেও জানান তিনি।