১২ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সন্দেহজনক একটি ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি করতে চাইলে ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে।
রবিবার বিকাল ৪টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন সুরমা পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। এসময় দুপাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে র্যাব-৯ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেন।