১৩ ফেব্রুয়ারি ২০২৩
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। উপকারভোগী ৫০০টি পরিবার ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত লাখাই উপজেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। রেড ক্রিসেন্ট সোসাইটি এ পরিবারগুলোর প্রতিটিকে ৪ হাজার ৫০০ টাকা করে দিয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ করা হয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এতে সহেযাগিতা করে।
অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সভাপতিত্ব করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল, যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন চন্দ্র গোপসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।