১৭ ফেব্রুয়ারি ২০২৩


মধ্যনগরে বর্ণাঢ্য আয়োজনে অনুকূল চন্দ্রের উৎসব উদযাপন

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা শাখা সৎসঙ্গের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর অনূকূল চন্দ্রের ১৩৫তম জন্ম মহা মহোৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার প্রত্যুষে ঊষাকীর্ত্তন,প্রাতকালীন ও সমবেত বিনতী প্রার্থনা,বিশালাকার বর্ণাঢ্য শোভাযাত্রায় মধ্যনগর সদর সরা বাজার প্রদক্ষিণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,একক ও সম্মেলিত নৃত্য,মাতৃ সম্মেলন, মহাপ্রসাদ বিতরণ,সন্ধ্যা বিনতী প্রার্থনায় মহামহোৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

এসময় এলাকা তথা কয়েকটি জেলা ঠাকুর অনূকূল চন্দ্রের অজস্র ভক্তগন আনন্দে উৎফুল্লতায় উৎসব উপভোগ করেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ মধ্যনগর উপজেলা তথা উপজেলার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

শেয়ার করুন