২৭ ফেব্রুয়ারি ২০২৩


নাজির বাজারে সড়কে পড়ে আছে ট্রাক চাপায় নিহতের লাশ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোজাম্মিল ইসলাম (৩৪) ওসমানীনগর উপজেলার তাজপুরে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন ও গ্লোব নামক একটি বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মহামড়কের নাজির বাজারে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মোজাম্মিল নিহত হন।

এঘটনার দর্ঘটনার আধা ঘন্টা সময় অতিবাহিত হলেও সড়কে পরে থাকা নিহত মোজাস্মেলের লাশ উদ্ধার করতে আসেননি তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মী বা হাইওয়ে পুলিশের কেই।

তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাছান আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে আগুন লাগার কারণে আমাদের একটি গাড়ি ওই স্থানে গেছে। আর দূর্ঘটনায় কেউ আটকা না পরায় আমাদের উদ্ধার কর্মীরা যায় নি।

শেয়ার করুন