১৪ মার্চ ২০২৩
শাহিদ হাতিমী : বৃহষ্পতিবার, ১৬মার্চ সিলেটে ফের নির্বাচনী আমেজ জমছে । ফেঞ্চুগঞ্জ ও সিলেট সদর উপজেলার আওতাধীন খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান বলেছেন, উৎসব মুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নিয়ম অনুযায়ী এসব ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন আজ মঙ্গলবার (১৪ মার্চ)।
তবে জানা গেছে, প্রচারণার শেষ মুহুর্তে এসে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে। খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সদস্য পদপ্রার্থী হতে ইচ্ছুক মো. মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদিরের রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন।
গত শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের আওতাধীন সদর উপজেলার ৩টি ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘণ বিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ। সিলেট সদর উপজেলার আওতাধীন খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তি আনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ভোট গ্রহণের পরের দিন শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে- নির্বাচনের আগের দিন বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিন বোট ও স্পিডবোটসমূহের চলাচল বন্ধ থাকবে। তবে জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বহির্ভূত থাকবে। তাছাড়া সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অপরদিকে, গত সোমবার (১৩ মার্চ) ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান। মতবিনিময় সভায়, জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জে উৎসব মুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে ফলাফল স্ব স্ব কেন্দ্র ঘোষনা করা হবে। কাজেই কোনরূপ শঙ্কিত হবার কারণ নেই। তিনি আরো বলেন, নির্বাচনের শেষ পর্যায়ে কারো কোনো অভিযোগ থাকবেনা এটা প্রমাণ করে আমরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবো।
সিলেটের যে আট ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার আওতাধীন খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন, ঘিলাছড়া ইউনিয়ন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।
সরেজমিনে সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভোটাররা চায়ের চুমুকে ঝড় তুলছেন নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে। শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটাররাও শেষ মুহুর্তের হিসেব কষতে ব্যস্ত।