১৮ মার্চ ২০২৩
মিজান মোহাম্মদ : বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান সেঞ্চুরির দ্বার থেকে ফিরে যাওয়ার পর সেই পথে হাটলেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন মুখ তৌহিদ হৃদয়।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ বলে ৯২ রানে ফিরলেন এই ব্যাটার।
অলরাউন্ডার সাকিব আল হাসানও আজ সেঞ্চুরি করতে পারেন নি। ৮৯ বলে ৯৩ রান করে আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।
এর আগে আজকের এই ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁইলেন সাকিব। তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে ডুকলেন। এই মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছে ২১৬ ইনিংস আর মাত্র ২০৪ ইনিংসে তামিম ছুঁয়েছিলেন এই মাইলফলক।
তাদের বাইরে বাংলাদেশিদের মধ্যে সাত হাজার রানের কাছাকাছি আছেন মুশফিকুর রহিম। ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩ হাফ সেঞ্চুরিতে তার রান ৬৯০১। তাঁর হাতেও ছিল আজ সে সুযোগ। আজ মাত্র ২৬ বলে ৪৪ রান করে ফিরে যান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪৬.৫ ওভারে ৩০৮ রান।