২০ মার্চ ২০২৩


জেলা বিএনপির কমিটিতে ৫ নারীনেত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন মহিলা দলের ৫ নারীনেত্রী। এর মধ্যে সহ সভাপতি পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন নারীনেত্রী স্থান পেয়েছেন।

নব গঠিত কমিটিতে স্থান পাওয়া নেত্রীরা হলেন- সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী (মহিলা দলের কেন্দ্রীয় সহ সভাপতি), সাংগঠনিক সম্পাদক সালেহা কবির শেপী (জেলা মহিলা দলের সভাপতি), মহিলা বিষয়ক সম্পাদক তাসনিম শারমিন তামান্না (জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি), সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা কুমকুম (জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক) ও সুলতানা রহমান দিনা (জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক)।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলের প্রায় এক বছর পর রোববার সন্ধ্যায় জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি অনুমোদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন