২০ মার্চ ২০২৩


পুলিশের সাথে হাতাহাতি : ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশমুখে সাকিব আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  মাঠে খেলা চলাকালে স্টেডিয়ামের তিন নং গেইট দিয়ে এক দর্শক প্রবেশের সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় এক পর্যায় পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাকিব নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে ঘটনাটি ঘটে।

আটককৃত যুবক ম্যাচের সিকিউরিটির দায়িত্বে ছিল বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু। দায়িত্বে থাকা বিমানবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাংশু জানান, ‘আমি এখনও ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, মাঠে দর্শক প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতিতেও। সাকিবের শার্টের বোতাম ছেঁড়া দেখা গেছে। পরে তাকে আটক করে সিলেটের বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন