২০ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২১ মার্চ) বেলা ৩টায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকের হল রুমে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা’ শীর্ষক ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইসমাইল জবিউল্লাহ ও খন্দকার আবদুল মুক্তাদির।
সভায় সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।