২২ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : রমজান মাসব্যাপী বদর উদ্দিন আহমদ কামরান সহিহ নামাজ, কোরআন ও হাদিস শিক্ষার আসর কার্যক্রম উপলক্ষে আলেমে দ্বীনগনদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বাদ আছর ছড়ারপাড়স্থ সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামনানের বাসভবনে এই মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে মতবিনিময় সভা শেষে দোয়া পরিচালনা করেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম মুহিব্বুল হক (গাছবাড়ি)।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর বাজার কালেক্টর মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম, কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল সামীউর রহমান মুসা, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ইমতিয়াজ উদ্দিন সহ নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।