You Are Here: Home»বিনোদন»শাবিতে ‘গহীন বালুচর’ চলচিত্র প্রদর্শনী বৃহস্পতি ও শুক্রবার
শাবিতে ‘গহীন বালুচর’ চলচিত্র প্রদর্শনী বৃহস্পতি ও শুক্রবার
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচিত্রের প্রদর্শন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগামী ১৫ ও ১৬ ফেব্রæয়ারী বৃহস্পতি ও শুক্রবার এ প্রদর্শনীর আয়োজন করবে চোখ ফিল্ম সোসাইটি। প্রতিদিন বিকাল তিনটা ও ছয়টায় প্রদর্শনীর আগে কেন্দ্রীয় মিলনায়তন ও অর্জুনতলায় টিকেট পাওয়া যাবে ।
‘গহীন বালুচর’ চলচিত্রের মূল চরিত্রে আছেন- সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, নীলাঞ্জনা নীলা, জিতু আহসান প্রমুখ।
চোখ ফিল্ম সোসাইটির সভাপতি তুহিন ত্রিপুরা জানান, বায়ান্নের সূর্যসন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে ‘গহীন বালুচর’ চলচিত্রের প্রদর্শন উৎসর্গ করা হয়েছে।