২৬ মার্চ ২০২৩
কমলগঞ্জ প্রতিনিধি : একাধিক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শনিবার (২৬ মার্চ) ভোররাত সোয়া ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানুগাছ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলাউদ্দিন (৩৪) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলার কাছুম আলীর পুত্র। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলায় সাজা ওয়ারেন্ট ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- ধৃত আলাউদ্দিন দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিলেন। শনিবার ভোররাত সোয়া ২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ লংগুরপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলায় তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আদালতের রায়ের পর আলাউদ্দিন দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৯।
গ্রেফতারে পর রোববার সকালে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।