২৬ মার্চ ২০২৩


ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববড় বিকেলে ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ,ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদাল মিয়া,উপজেলা প্রোকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুবায়ের আহমেদ শাহীন, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমেদ সেকেল, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরিশেষে তাদের সবাইকে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।

শেয়ার করুন