২৭ মার্চ ২০২৩


চুনারুঘাটে কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে এক ভাঙ্গারী হকার কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে আরেক ভাঙ্গারী হকার কিশোর। আহত ভাঙ্গারী হকার স্বপন মিয়া (১২) চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম পাকুড়িয়া গ্রামের কবির মিয়ার পুত্র। এই ঘটনায় ঘাতক শান্ত মিয়া (১৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলার অন্যতম বিদ্যাপিঠ দক্ষিণা চরণ পাইলট উচ্ছ বিদ্যালয়ের পিছনের পুকুর সংলগ্ন স্থানে কিশোর স্বপন মিয়া (১২)কে গলা কেটে হত্যার চেষ্টা করেছে আরেক কিশোর ভাঙ্গারী হকার শান্ত মিয়া। তারা দুই কিশোর চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম পাকুড়িয়া গ্রামে বসবাসকারী।

স্থানীয় কাউন্সিলর জালাল উদ্দিন জানান, ঘটনার আগ মুহুর্তে স্বপনসহ ওই বিদ্যালয়ে প্রবেশ করে ভাঙ্গারী হকার শান্ত মিয়া। প্রবেশের কিছুক্ষণ পর অর্ধ গলা কাটা অবস্থায় স্বপন আর্তচিৎকার করতে করতে বিদ্যালয়ের বাহিরের মাঠে চলে আসলে স্থানীয়রা স্বপনকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনাস্থল চুনারুঘাট থানা পুলিশের একটি টিমসহ হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি পরিদর্শন করেছেন।

শেয়ার করুন