২৭ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে জিলাপি তৈরির কড়াইয়ে পড়ে জাতীয় পার্টির (জাপা) এক নেতা দগ্ধ হয়েছেন। রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। দগ্ধ তাজিদ বক্স লিমনকে (৫২) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাজিদ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসি গ্রামের বাসিন্দা ও উপজেলা জাতীয় পার্টির নেতা।
স্থানীয় সংবাদসূত্র জানায়, গোয়ালাবাজারের ঘড়ি মেকার ছুরাব মিয়ার দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ। এ নিয়ে ইফতারের আগ মুহূর্তে ছুরাবের সঙ্গে তাজিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে স্বাদ’র জিলাপি তৈরির কড়াইয়ে পড়ে দগ্ধ হন তাজিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মা্ইন উদ্দিন বলেন, বিষয়টি আরা লোকমূখে শুনেছি ।তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।