২৭ মার্চ ২০২৩
সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চাসনে অধিষ্ঠিত করাই হবে আজকের দিনের শপথ।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে রাখতে শিশু, কিশোর এবং তরুণদেরকে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে জানতে হবে। তবেই বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে পারব।
রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সিলেট নগরীর তোপখানাস্থ সিলেট জোনের সভাকক্ষে সিলেট সড়ক জোনের আয়োজনে ৫৩তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্তের সভাপতিত্বে ও সিলেট জোন সওজ’র সহকারী প্রকৌশলী খন্দকার আনিসুল হকের সঞ্চলনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিলেট ফেরী বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাজেদুল হোসেন, সিলেট সওজ;র উপ-বিভাগীয় প্রকৌশলী মো: শাহাদাৎ হোসেন, সিলেট বিশ্বনাথ সড়ক উপ-বিভাগ সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মাহ্মুদুল হাসান, সিলেট সড়ক উপ-বিভাগের সওজ’র উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, বাংলাদেশ সড়ক ও জনপথ সিলেট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: মুমিনুল হক ইলিয়াছ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট জোনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল ওয়াহিদ।-বিজ্ঞপ্তি