৩০ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান মুসলমানদের জন্য পারস্পরিক সম্প্রীতির মাস। সহমর্মিতা ও সহনশীলতা বজায় রাখতে একে অপরের পাশে থাকা উচিৎ। বিপদে আপদে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)
স্বাভাবিকভাবেই প্রচুর দান করতেন। রামাদ্বান মাসে দানের পরিমাণ আরো বহুগুণে বাড়িয়ে দিতেন। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অধিকতর বৃদ্ধি পেতো
রামাদ্বান মাসে, যখন জিব্রাইল (আ.) তার সঙ্গে সাক্ষাৎ করতেন। জিবরাঈল (আ.) রামাদ্বানের প্রতি রাত্রে আগমন করতেন এবং তারা পরস্পর কুরআন শোনাতেন। আল্লাহর রাসুল (সা.) তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল।
তিনি বুধবার সুনামগঞ্জ সদরে একাধিক স্পটে তাহসীনুল কুরআন ইউকে আয়োজিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইমাম মমতাজ উদ্দীনের সভাপতিত্বে, মোহাম্মদ একরামুল হকের ব্যবস্থাপনা এবং মাহবুবুর রহমান ইকবাল ও মীযানুর রহমান জুবায়েরের পরিচালনায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি আব্দুল ওয়াদুদ, সমাজসেবক জমিলুল হক, স্থানীয় মেম্বার শাখাওয়াত হোসেন, ফাহিম আহমদ, এডভোকেট জয়নুল হোসেন রুবেল, মোহাম্মদ ইয়াকুব আলী ও সাইফুর রহমান প্রমুখ।