১ এপ্রিল ২০২৩


‘আওয়ামীলীগ জনগণের সরকার’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত কেউ না খেয়ে মরেছে কেউ শুনেন নি বা কোন পত্র পত্রিকায় এমন নিউজ হয় নি। যখন আওয়ামীলীগের উন্নয়নে পদ্মা সেতু হচ্ছে, রাস্তা ঘাটের উন্নয়ন হচ্ছে, শিক্ষার হার বাড়ছে, রেল যোগাযোগের উন্নতি হচ্ছে, বাংলাদেশের প্রতিটি খেলায় বাংলাদেশ জাতীয় দল গুলো ভাল খেলছে দেশের সুনাম বয়ে আনছে, জনগণের উন্নয়নে গুরুত্ব দিয়ে যোগাযোগ রাস্তাঘাটের উনয়ন হচ্ছে তখনি বিএনপি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে।

শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী অপশক্তি কর্তৃক সারা দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন কোথাও কোন চাঁদা দিতে হচ্ছে না আর কেউ যদি এ রকম করে সিলেট মহানগর আওয়ামীলীগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলেছে আওয়ামীলীগ জনগণের সরকার বলে এসব উন্নয়ন হচ্ছে।

মানববন্ধনে মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন