১১ মে ২০২৩


মধ্যনগরে আগুনে পুড়েলো বসতঘর, গোলার ধান

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদরের জমশেরপুর গ্রামের আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় ১টি টিনশেডের বসতঘর, নগদ টাকা সহ পুড়ে ছাই হয়েছে। তবে আশপাশের কোন বাড়িতে আগুন ছড়াতে পারেনি।

বৃহস্পতিবার সকাল ১১টার পরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সুত্রপাৎ তা এখনো জানা যায় নি।

বসতবাড়ীর মালিক জমশেরপুর গ্রামের রঘুমন সরকারের পুত্র নিবারণ সরকার জানান, বসত ঘরে গোলায় থাকা প্রায় দেশত মণ ধান, নগদ ৪০হাজার টাকা, অলংকার, দালিলপত্র, আসবাবপত্র সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গ্রামবাসীর সহযোগিতায় দুটি পাম্প মেশিন ও অসংখ্য জনমানুষ কলসি বালতি ও হাতলের পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন