১১ মে ২০২৩


হুমায়ুন রশীদ চত্বর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন রশীদ চত্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এই পুরুষের বয়স আনুমানিক ২৯ বছর। তিনি মানষিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

বৃহস্পতিবার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ুন রশীদ চত্বরের পুলিশ বক্সের পাশে রাস্তার দ্বারে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সে মানষিক ভারসাম্যহীন ছিল।

উল্লেখ্য, এর আগে বুধবার নগরীর বন্দরবাজার একটি অজ্ঞাত লাশ উদ্ধারের পর আবারো আরেকটি লাশ উদ্ধার করা হলো।

শেয়ার করুন