১৩ মে ২০২৩


স্ত্রীর সাথে রাগ করে গোয়াইনঘাটে বসতঘর পুড়িয়ে দিলেন স্বামী

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আমির উদ্দিন স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায় নিজের বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী এবং রহমতপুর সমাজ কল্যাণ যুব সংঘ’র নেতৃবৃন্দরা তাকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন এর রহমতপুর গ্রামে। আমির উদ্দিন (৪২) উপজেলার কোওর গ্রামের আব্দুর নুর মিয়ার ছেলে।

তার স্ত্রী সালেহা বেগম জানায়, আমির উদ্দিন এর সাথে প্রায় ৮ বছর আগে তার বিয়ে হয়। সালেহার পূর্বে আরও একটি বিয়ে হয়েছিল এবং একটি ছেলে রয়েছে। এবং আমির উদ্দিন, ও সালেহার দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আমির উদ্দিন পেশায় একজন কবিরাজ শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি ফিরে স্ত্রী সালেহার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে সালেহা ছেলে-মেয়েদের নিয়ে পাশের ইমন মিয়ার ঘরে আশ্রয় নেন। পরে তার স্বামী সকাল অনুমান ৯টার দিকে নিজ বসত ঘরে কেরাসিন তেল দিয়ে আগুন লাগিয়ে হাতে দাও নিয়ে গ্রামের মানুষদেরকে ভয়ভীতি দেখায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় পাশের তরিকুল মিয়ার বসত ঘরটি রক্ষা পেলেও তাদের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

আমির উদ্দিন এর স্ত্রী সালেহা আরো জানান, আমাদের পড়নের কাপড় ছাড়া বাকি সব পুড়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য জালাল হোসেন জানায়, স্ত্রীর সাথে মনোমালিন্য ও তুচ্ছ ঘটনায় কেরসিন দিয়ে নিজ বসত ঘরে আগুন ধরিয়ে এলাকা ত্যাগ করার চেষ্টা করে পরবর্তীতে এলাকাবাসী ও রহমতপুর সমাজ কল্যাণ যুব সংঘ’র নেতৃবৃন্দদের সহযোগিতায় তাকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, এ বিষয়ে সংবাদ পেয়েছি তাতক্ষণিক পুলিশ পাঠিয়ে আমির উদ্দিন নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত আর কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন