১৫ মে ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : “তথ্য থেকে বাস্তবে সকল মিডওয়াইফ একসাথে “এই প্রতিপাদ্যে’কে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে মাও শিশু কল্যাণ কেন্দ্রে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপন ও এউপলক্ষে র্যালি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার সদর ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটুর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
এছাড়াও অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত সামন্ত, ইউপি সদস্য সুমন বর্মণ, মিডওয়াইফ কেয়ামণি,মাহমুদা আক্তার,শিল্পী তালুকদার,কানন সরকার প্রমুখ।