২১ মে ২০২৩


গরমে ঘামের দুর্গন্ধ এড়াতে কি করবেন?

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক : প্রচণ্ড গরম পড়েছে৷ আজ তো সকাল থেকেই ভ্যাপসা গরম। এই গরমে বাইরে বের হওয়ার আগে ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন৷ কখন কে কী বলে বসে! তাই লোকের ভীড়ে যাওয়ার আগে ঘামের দুর্গন্ধ এড়াতে বডি-স্প্রে, পারফিউম জাতীয় সুগন্ধি ব্যবহার করাটা অত্যন্ত জরুরি।

কিন্তু অনেকেরই অভিযোগ, তাদের শরীরে পারফিউম নাকি দীর্ঘক্ষণ থাকে না। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে পারফিউমের ঘ্রাণ দীর্ঘক্ষণ রাখা সম্ভব।

সব থেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল৷ শুনে অবাক লাগলেও এটাই সত্যি৷ তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না৷ চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপর সেটা দিয়ে মাথা আঁচড়াবেন৷ এছাড়া আরও বেশ কয়েকটি পদ্ধতিতে পারফিউম ব্যবহার করলে তার ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকবে।

সেগুলো হলো
১। গোসলের পরে পারফিউম লাগানোই সবচেয়ে ভালো৷

২। পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন৷ তাতে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়৷

৩। গলার দুই ‌পাশে পারফিউম লাগাতে পারেন৷ তাতে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে৷

৪। সম্ভব হলে বুকে পারফিউম স্প্রে করুন৷ তবে সরাসরি নয় ইঞ্চিদশেক দূর থেকে স্প্রে করুন৷

৫। কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো জায়গা৷ কারণ দেহের এই জায়গাগুলোর উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি৷

৬। পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন৷ এটা ভুল৷ পারফিউমকে নিজে নিজে শুকাতে দিন৷ এসব উপায়ে পারফিউম লাগালে এই গরমে ঘামের দুর্গন্ধ থেকে নিশ্চিন্ত থাকা যাবে সহজেই।

শেয়ার করুন