২২ মে ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলমারী পড়ে ইমন আহমেদ নামে ২১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমন উপজেলার অলিপুর বাজার এলাকার মনির হোসের পুত্র।
সোমবার সকাল ১১ টার দিকে অলিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমনের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমন ঘরে খেলাধুলার এক পযার্য়ে ঘরে থাকা আলমারীতে ধাক্কা দিলে এ সময় তার ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।