২৪ মে ২০২৩
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : আগামীকাল জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ ভোট গ্রহণ চলবে। জগন্নাথপুর উপজেলায় পৌরসভা ও আটটি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে মোট ৮৯টি।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টির আতাউর রহমান,জমিয়ত উলামায়ে ইসলামের মনোনীত আব্দুল কাইয়ুম কামালী সিতু,যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ তালহা আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদ ।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন বিজয়ী হন। পরে ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মারা যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।